প্রকাশিত: Wed, Jun 21, 2023 9:13 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM
হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায়, নিহত ৪১
সাজ্জাদুল ইসলাম: হন্ডুরাসের রাজধানী টেগুসিগালপার কাছের একটি নারী কারাগারের ভেতর মঙ্গলবার দুই গ্রুপের সহিংসতায় এ নিহতের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। সূত্র আল-জাজিরা
কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশ আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া কয়েকজন ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়েও প্রাণ হারায়।
কারা কর্মচারিরা জানান, আহত অন্তত ৭ জনকে টেগুসিগালপা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো এ সহিংসতার জন্য অপরাধী গ্রুপগুলোকে দায়ী করেছেন। দেশটির কারা ব্যবস্থায় এসব গ্রুপের ব্যাপক ক্ষমতা রয়েছে।
হন্ডুরাসের উপনিরাপত্তা মন্ত্রী, জুলিসা ভিলানুভা কারাগারটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আহতদের উদ্ধার ও সহিংসতা রোধ করতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন জুলিসা ভিলানুভা। তিনি টেলিভিশন ভাষণে বলেছেন, ‘মানুষের প্রাণহানি আর সহ্য করা হবে না।’
এদিকে যারা নিহত হয়েছেন তারা সবাই কয়েদি কিনা সেটি এখনো নিশ্চিত নয়। রাজধানী টেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটির ধারণ ক্ষমতা ৯০০।
কারাগারে আটক বন্দিদের পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ জানিয়েছেন, সহিংসতায় কারাগারটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, নারী কারাগারটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস গ্যাং ও দুর্নীতির জন্য পরিচিত। কয়েকদিন আগে দেশটির সরকারি দপ্তরগুলোতে শুদ্ধি অভিযান চালানো হয়। এরপর হত্যাকান্ডের সংখ্যা বেড়ে যায়।
২০১৯ সালে হন্ডুরাসের বন্দর নগরী তেলাতে কারাগারে দুই পক্ষের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছিল। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে